ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ১২:৫৪ পিএম


loading/img
ছবি: এএফপি

আর মাত্র কয়েকদিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে দলে ফিরানো হয়েছে দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের নির্বাচকরা। আয়ারল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছেন তারা।

উইলিয়ামস ও আরভিন গেল ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না। উইলিয়ামস পিঠের চোটে ভুগছিলেন, আর ক্যাপ্টেন আরভিন শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণের কারণে খেলতে পারেননি তবে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে তারা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ ছাড়াও উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া চিগা স্কোয়াডে ফিরেছেন। দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এই প্রথম তাকে দলে নেওয়া হলো। জয়লর্ড গাম্বির জায়গা দখল করেছেন তিনি। আর বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা দলে ফিরেছেন নিউম্যান ন্যামহুরির জায়গায়।

বিজ্ঞাপন

ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো স্কোয়াডে সুযোগ পাননি। তার জায়গায় থাকছেন ওয়েসলি মাধেভেরে। আয়ারল্যান্ড টেস্টে এরভাইনের বদলি হিসেবে দলে এসেছিলেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সফরে শেরে বাংলায় একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছিল তারা।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রিভর গওয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ন্যাশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর ন্যাউচি, তাফাদজওয়া চিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |