ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এক নজরে দেখে নিন জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৪:০০ পিএম


loading/img
ছবি: এএফপি

আর মাত্র কয়েকদিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেট দলে ফিরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 

বিজ্ঞাপন

আসন্ন এই সিরিজের জন্য আগামী ১১ এপ্রিল থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। ডিপিএলে খেলা শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি ক্যাম্পে যোগ দিবেন। জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। 

২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়। এবার সেই স্থগিত টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গত ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলে।জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড সবসময় বেশ ভালো। ঘরের মাঠে ২০২০ সালে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এমনকি সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ ২২০ রানের বিশাল জয় পায়।   

উল্লেখ্য, এখন পর্যন্ত দুই দলের মধ্যে মোট ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে। 

দেখে নেওয়া যাক  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে

তারিখ   ম্যাচ ভেন্যু সময়
২০-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সকাল ১০টা
২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০টা

                                                                     

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |