চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বার্সেলোনা। এখনও পরাজয়ের স্বাদ ভোগ করেনি কাতালান ক্লাবটি। সেই সঙ্গে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের শিরোপার খুব কাছে রয়েছে রাফিনিয়ারা। তবে নিজের অপ্রতিরোধ্য ভুল করতে চান না গাভি। একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। সেমিফাইনালের লড়াই এগিয়ে যেতে এই ম্যাচে জয় চায় বার্সেলোনা। দুর্দান্ত ছন্দ থাকলেও বরুশিয়া ডর্টমুন্ডকে দুর্বলভাবে নিচ্ছেন গাভি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে গাভি বলেন, অবশ্যই ভক্তরা রোমাঞ্চিত হতে পারে কিন্তু আমাদের পা মাটিতেই রাখতে হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বরুশিয়ার বিপক্ষে আমরা জিততে চাই। ভক্তদের খুশি রাখার জন্য এবং যত বেশি সম্ভব শিরোপা জয়ের জন্য আমরা কাজ করছি।
চলতি মৌসুমে এখনও পরাজয়ের স্বাদ ভোগ করেনি বার্সা। তবে এসব না ভেবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চান এই স্প্যানিশ ফুটবলার। তার ভাষ্য, আমাদের অসাধারণ এক মৌসুম কাটছে। তবে আমরা নিজেদের অজেয় ভাবছি না। এটা ফুটবল, এখানে আপনি সব সময় জিততে পারবেন না।… আমরা যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই এবং একেবারে একটি ম্যাচ নিয়ে ভাবতে চাই।
২০০৯ সালে ইউরোপের প্রথম দল হিসেবে ট্রেবল জিতেছিল বার্সেলোনা। ২০১৫ সালে প্রথম দল হিসেবে দুইবার এই কীর্তি গড়ে তারা। এরপর আর চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি দলটি। তবে এবার চ্যাম্পিয়নস লিগ শিরোপার সঙ্গে ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা।
এ নিয়ে এই তরুণ ফুটবলার বলেন, লা মেসিয়া যখন আপনি থাকবেন, তখন সব সময়ই বার্সেলোনার হয়ে ট্রেবল বা সেক্সটাপল জয়ের স্বপ্ন দেখবেন। লা মেসির প্রতিটা তরুণ খেলোয়াড় এই স্বপ্ন দেখে। আমার মতে এই ক্লাবই সেরা আর আমরা (ট্রেবল জয়ের) এই চেষ্টাটা করব।
আরটিভি/এসআর-টি