ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আইপিএলের ইতিহাসে শার্দুল ঠাকুরের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক,আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০১:৪৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভারের নতুন রেকর্ড গড়লেন লখনৌ সুপার জায়ান্টসের বোলার শার্দূল ঠাকুর। মঙ্গলবার (৮ এপ্রিল) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল করার সময় এই লজ্জার রেকর্ড গড়েন শার্দূল।     

বিজ্ঞাপন

এদিন কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে আসেন লখনৌ সুপার জায়ান্টসের এই অলরাউন্ডার। আর ঠিক এই সময় বল করতে এসেইআইপিএলে সব থেকে বেশি বলের ওভার করার রেকর্ড করেন শার্দূল।এই ওভারের প্রথম পাঁচ বল ওয়াইড করেন তিনি। সব মিলিয়ে এক ওভারে ১১টি বল করার পর তার ওভার শেষ হয়। তবে এর আগে আইপিএলে কোনও বোলার ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড  করেননি। 

আরও পড়ুন

আইপিএলে দীর্ঘতম ওভারের লজ্জার রেকর্ড শুধুই শার্দূলের একার নন। এর আগে আইপিএলে মহম্মদ সিরাজ ও তুষার দেশপাণ্ডেও ১১ বলের ওভার করেছেন। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তুষার এক ওভারে ১১ বল করেছিলেন। সে বছরই সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এক ওভারে ১১টি বল করেছিলেন। ফলে আইপিএলে দীর্ঘতম ওভারের রেকর্ডের মালিক যুগ্ম ভাবে  মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডে ও শার্দূল ঠাকুর। 

উল্লেখ্য, শার্দূল এই দিন বল হাতে নিয়ে ৪ ওভার বল করে ৫২ রান দেন। তুলে নেন বিপক্ষ দলের ২টি উইকেট।

বিজ্ঞাপন


আরটিভি/ এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |