ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

তামিমের পর হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল

ক্রীড়া প্রতিবেদক

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০২:০৮ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এবার ঢাকা প্রিমিয়ার লিগে অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন আম্পায়ার গাজী সোহেল।এদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা চলছিল।     

বিজ্ঞাপন

এই ম্যাচে গাজী সোহেলের আম্পায়ারিং করার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ শুরুর আগে অসুস্থতা অনুভব করলে তাকে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয়। 

মাঠে উপস্থিত থাকা বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে শরীর খারাপ অনুভব করেন সোহেল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

বিজ্ঞাপন

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, গাজী সোহেলের প্রেশার হাই হয়ে গিয়েছিল। বর্তমানে তিনি ঠিক আছেন, তবে পালসটা একটু বেশি। রিজার্ভ আম্পায়ার দিয়েই চলছে ম্যাচ। 


আরটিভি/ এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |