পর্তুগালের ফুটবলের জন্য লুইস ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদোর বড় অবদান রয়েছে। এই দুই পর্তুগিজ ফুটবলারকে স্কাউটের মাধ্যমে খুঁজে বের করে এনেছিলেন অরেলিও পেরেরা। পর্তুগিজ ফুটবলের অন্যতম সেরাদের আবিষ্কারক অরেলিও মঙ্গলবার (৮ এপ্রিল) ৭৭ বছর বয়সে মারা গেলেন।
অরেলিও পেরেরা স্পোর্টিংয়ের রিক্রুটমেন্ট ও ট্রেনিং বিভাগ খুলেন ১৯৮৮ সালে। পর্তুগালের সেরা কয়েকজন খেলোয়াড় তৈরিতে পেরেরা বড় ভূমিকা রাখেন। ২০১৬ সালের ইউরো জয়ী পর্তুগাল দলের ১০ জন খেলোয়াড় এই ফুটবলার আবিষ্কারকের হাত ধরে উঠে আসেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরও অনেক ফুটবলার।
রোনালদো তার সামাজিক যোগাযোগমাধ্যমে অরেলিওর পেরেরার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার জন্য এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন এর জন্য আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা আজীবন মনে রাখবো। শান্তিতে ঘুমান।'
পেরেরার মৃত্যুতে শোক জানিয়েছেন পর্তুগাল ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে, 'অরেলিও পেরেরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড়কে যিনি খুঁজে বের করেছেন, তিনি ইতিহাসের পাশাপাশি গড়েছেন বিশাল এক লেগ্যাসি। তিনি চমৎকার আচরণের একজন দয়ালু ব্যক্তি, যিনি সব সময়ই আমাদের প্রতিভাদের রক্ষা করেছেন।'
উল্লেখ্য, ৩০ বছরের বেশি সময় ধরে পেরেরা স্কাউটিং কাজ করতেন। অরেলিওর সম্মানে ২০১২ সালে স্পোর্টিং তাদের একাডেমির মূল মাঠের নাম অরেলিও পেরেরার নামে রাখে। এই দলটির হয়েই খেলোয়াড়ি জীবন শুরু করেন কিংবদন্তি পেরেরা।
আরটিভি/ এসকে