ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বার্সেলোনার বিপক্ষে নিজেদের আন্ডারডগ বললেন ডর্টমুন্ড কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০২:০৮ পিএম


loading/img
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খুইয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে চলতি মৌসুমের শেষ আটে কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা। সেমিফাইনাল খেলতে হলে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারাতে হবে জার্মান জায়ান্টদের।

বিজ্ঞাপন

কাজটা যে সহজ হবে না তা ভালোভাবেই বুঝতে পারছেন বরুশিয়া কোচ নিকো কোভাচ। তবে সব দলেরই কোনো না কোনো দুর্বলতা থাকে। বার্সেলোনার সেই দুর্বলতা কাজে লাগিয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তিনি।
 
বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দুই দল। এর আগে সংবাদ সম্মেলনে এসে নিজেদের আন্ডারডগ হিসেবে পরিচয় দেন কোভাচ। 

তিনি বলেন, আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি, তবে এতে আমাদের প্রতিপক্ষের কাজটা সহজ হবে না। আমরা উন্নতি করছি, তাই নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছি। এখানে দুটি ম‍্যাচ আছে, তাদের ডর্টমুন্ডেও খেলতে হবে। আমি মনে করি, আমাদের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেন্টার ব‍্যাক নিকো শ্লটারবেককে হারিয়েছে ডর্টমুন্ড। কার্ডের খাড়ায় পাসকেল গ্রসকেও পাচ্ছে না দলটি। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না কোভাচ।

আরও পড়ুন

তার ভাষ্য, আমরা জানি কেমন আক্রমণ শক্তির মুখোমুখি হতে হবে আমাদের। আমাদের সুশৃঙ্খল হতে হবে। ওরা বক্সের ভেতরে ও আশেপাশে ভীষণ শক্তিশালী। ওরা খুবই শক্তিশালী তবে সব প্রতিপক্ষেরই দুর্বলতা আছে আর সেটা ব‍্যবহার করতে চাই।

ডর্টমুন্ড ম্যাচের আগে আলোচনায় এসেছে বার্সেলোনার ট্রেবল জয়। এ নিয়ে কোভাচ বলেন, বার্সেলোনা তিনটি শিরোপা জিততে পারবে কিনা এ নিয়ে তিনি কোনো কথা বলবেন না। আমরা এখানে ম‍্যাচ জিততে এসেছি। যদি ফল ভালো হয় তাহলে সেটা নিয়ে আমরা খুশিমনে বিদায় নেব।

নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও স্প‍্যানিশ দলটির বিপক্ষে ডর্টমুন্ড খেলেছিল। সেই ম্যাচে দুইবার সমতা ফেরানোর পরও ৩-২ গোলের ব্যবধানে হারতে হয়েছিল জার্মান দলটিকে। এবার শেষ পর্যন্ত কি হয় সেটায় দেখা বিষয়।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |