ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আসিফ মাহমুদের প্রিয় ফুটবলার কে জানালেন নিজেই

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৩:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমানে ফুটবল ইতিহাসে দুই সেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে ও মাঠের বাইরে সব জায়গায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। বছরের পর বছর একজন রেকর্ড গড়েন তো আরেকজন তা ভেঙে নিজের করে নেন।

বিজ্ঞাপন

প্রায় দেড়যুগ ধরে এভাবেই চলছে তাদের রেকর্ড ভাঙা-গড়ার খেলা। তাই এই দুজন খেলোয়াড়কে নিয়ে তর্ক বা আলোচনা সমালোচনা নতুন কিছু নয়। এবার এই দুই কিংবদন্তির মধ্যে নিজের প্রিয় ফুটবলার কে তার নাম জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।           

শুক্রবার (১১ এপ্রিল) ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। সেখানে প্রশ্নোত্তর পর্বে তার কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় খেলা ও খেলোয়াড় সম্পর্কে। জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, তার প্রিয় খেলা হলো ফুটবল। আর প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি খেলোয়াড় হওয়ার সুযোগ পেলে ফুটবলকেই বেছে নিতেন বলে জানান তিনি।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলার জন্য ছোটবেলায় মার খেয়েছেন কি না জানতে চাওয়া হলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে, আমার মনে হয় শতভাগ না হলেও ৯৫ ভাগ মানুষ মার খেয়েছেন।’

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |