ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হাইভোল্টেজ ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৮:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজকের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ পর্বের ১১ ও শেষ রাউন্ডের ম্যাচে আবাহনীকে  ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। ম্যাচ সেরা হয়েছেন আনিসুল।

বিজ্ঞাপন

আজকের ম্যাচ হারলেও লিগে ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে খেলবে আবাহনী। সমানসংখ্যক ম্যাচ খেলে মোহামেডানেরও পয়েন্ট ১৮। রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডানে। আবাহনীর ১.৪৬৮ রান রেট আর মোহামেডানের রান রেট ০.৭৭১। 

মিরপুরে এদিন টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। রনি তালুকদারকে সাথে নিয়ে ৫ ওভারে ৩৩ রান করেন আনিসুল। ১টি চার ও ১ ছক্কায় ১৬ রান করে নাহিদ রানার শিকার হয়ে সাজঘরে ফেরেন রনি। এর পর দ্বিতীয় উইকেটে আনিসুলের সাথে জুটি গড়ে ১২৩ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন অঙ্কন। তিনি ৫টি চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন। অধিনায়ক তাওহিদ হৃদয় ৩ ও মুশফিকুর রহিম ২০ রান করে আউট হয়ে   সাজঘরে ফিরলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন আনিসুল। রানার দ্বিতীয় শিকার হবার আগে ১৮টি চার ও ২ ছক্কায় ১১৮ বল খেলে ১১৪ রান করেন আনিসুল।   

বিজ্ঞাপন

আনিসুলের বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি মোহামেডান। ৪৮.২ ওভারে ২৬৪ রানে গুটিয়ে যায় মোহামেডান। রানা ৪৯ রান দিয়ে ৩টি, মৃত্যুঞ্জয় চৌধুরি ৩টি, এছাড়া মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান ২টি করে উইকেট তুলে নেন।  

জবাব দিতে নেমে ভালো শুরু করতে পারেনি আবাহনী। শুরুতেই ৫৯ রানে ৩ উইকেট হারায় আকাশী নীলরা। পারভেজ হোসেন ইমন ১৬, জিশান ইসলাম ৩ ও মোহাম্মদ মিথুন ১৯ রানে করে সাজঘরের দিকে হাঁটা দেন। চতুর্থ উইকেটে আবাহনীকে লড়াইয়ে ফেরান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। এরপর ১ রান করে রাব্বি আউট হয়ে গেলে আবাহনী আবারও চাপে পড়ে যায়।এ অবস্থায় দলের হয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন অধিনায়ক শান্ত ও   মোসাদ্দেক হোসেন। কিন্তু ৪৪ রানের বেশি দলের রানের খাতায় যোগ করতে পারেননি তারা। মোসাদ্দেককে শিকার করে এই জুটি ভাঙ্গেন মোহামেডানের ডানহাতি পেসার এবাদত হোসেন। 

আরও পড়ুন

মোসাদ্দেক আউট হলে কীচিছুক্ষণ পর সাজঘরের দিকে হাঁটা দেন অধিনায়ক শান্তও। শেষ পর্যন্ত ৪৭.২ ওভার খেলে ২২৫ রানে আটকে যায় আবাহনীর ইনিংস।  ১১৩ বল খেলে ৭ চারের সাহায্যে ৮০ রান করেন শান্ত। মোহামেডানের হয়ে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এবাদত। মিরাজ ও সাইফুদ্দিন নেন ২টি করে উইকেট। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |