ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে দেশ ছাড়ল সানজিদারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ১২:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভুটান নারী ফুটবল লিগ অংশ নিতে আজ (রোববার) সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার। তারা হলেন সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা এবং শামসুন্নাহার সিনিয়র। দলের অভিজ্ঞ খেলোয়াড়  কৃষ্ণা রানী সরকার ক্লাবের ওয়ার্ক পারমিট না পাওয়ার কারনে একখনও যেতে পারেননি।  

বিজ্ঞাপন

সব কিছু ঠিক থাকলে কয়েকদিন পর দলের সঙ্গে যোগ দেবেন কৃষ্ণা। সানজিদা আক্তার তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।   

বাংলাদেসশ দলের চার ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া এবং মনিকা চাকমা এর আগেই এর আগেই ভুটানে যান।এরা সবাই পারো এফসি’র হয়ে খেলবেন। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাসুরা পারভীন, রুপ্না চাকমা এবং কৃষ্ণা রানী সরকার মাঠ মাতাবেন।

বিজ্ঞাপন

আর থিম্পু সিটি দলের হয়ে সানজিদা, মারিয়া এবং শামসুন্নাহারের খেলার কথা র‍য়েছে।    

২৫ এপ্রিল থেকে ভুটান নারী লিগ শুরু হবে।এই লিগে এপ্রিল মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত ৯টি ম্যাচ রয়েছে। যেখানে কয়েকটি ম্যাচের মধ্যে মাসখানেক ব্যবধানও রয়েছে। 

 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |