ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ক্যানসার থেকে সুস্থ হয়ে ফিরলেন আইপিএলে 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৬:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে আবারও দেখা যাবে ৭১ বছর বয়সি অ্যালান উইলকিন্সকে। গলার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এই ধারাভাষ্যকার। তবে বর্তমানে ক্যানসার থেকে সুস্থ হয়ে আবার আইপিএলে ফিরছেন তিনি। ফলে আবার পুরনো ভূমিকায় ফিরতে উইলকিন্সকে দেখা যাবে।

বিজ্ঞাপন

ক্যানসার থেকে সুস্থ হওয়া ও আইপিএলে যোগ দেওয়ার কথা উইলকিন্স নিজেই জানিয়েছেন। সামাজিকমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন। তিনি লেখেন, ‘গলার ক্যানসার থেকে সুস্থ হওয়ার পরে যে ভারতে আইপিএলে যোগ দিতে যাচ্ছি, সেটা ভেবেই ভালো লাগছে। ঈশ্বরের আশীর্বাদে নতুন জীবন পেয়েছি। মনে হচ্ছে বয়সটা কমে গেছে। হাল ছেড়ো না বন্ধু।’ 

স্যর জিওফ্রে বয়কটের কথা মনে করিয়ে দিলেন উইলকিন্স। কারণ তিনিও গলার ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। জীবনযুদ্ধে জয়ের নতুন নতুন অধ্যায় লিখছেন উইলকিন্সেরা।সেই সাথে বাকিদেরও অনুপ্রেরণা জোগাচ্ছেন তারা। আইপিএলে তার আসার খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা তাকে আবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছেন। আইপিএল দিয়েই ধারাভাষ্যকার হিসাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন উইলকিন্স।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, গ্ল্যামারগন ও গ্লৌস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন উইলকিন্স। বাঁহাতি পেসার ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে ছেড়ে দেন ক্রিকেট খেলা। তার পর ধারাভাষ্যকার হিসাবে কাজ শুরু করেন। ১৯৮৪ সাল থেকে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন উইলকিন্স। ক্রিকেটের পাশাপাশি রাগবি, টেনিস ও গলফেও ধারাভাষ্যকার হিসাবে তাকে দেখা যায়।  

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |