আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের জায়গা করে নিতে পারেনি বাঁ-হাতি পেসার কেইথ বার্কার। এবার এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন এই ইংলিশ পেসার। নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগে বুধবার (১৬ এপ্রিল) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বার্কারকে সব ধরনের ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। গার্ডিয়ান
২০২৪ সালের জুলাই মাসে নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগ ওঠে বার্কারের বিরুদ্ধে। যার ভিত্তিতে বার্কারকে আজ শাস্তি দিলো ইসিবি। ইসিবির অ্যান্টি-ডোপিং নীতিমালার দুটি ধারা ভাঙার বিষয় স্বীকার করে নেন তিনি। নিষিদ্ধ তালিকায় থাকা একটি ওষুধ উচ্চ রক্তচাপের চিকিৎসায় দীর্ঘমেয়াদি ব্যবহারের অংশ হিসেবে সেবন করেছিলেন তিনি। যদিও এটি বিকল্প ওষুধ হিসেবে নির্ধারিত ছিল।
এ নিয়ে রিভিউ প্যানেল জানিয়েছে, এটি ছিল এক ধরনের ‘প্রশাসনিক ত্রুটি’ এবং বার্কার ইচ্ছাকৃত ভাবে কোনো নিয়ম ভাঙেননি। জাতীয় অ্যান্টি-ডোপিং প্যানেলের মতে, ওষুধটি সেবনে তার পারফরম্যান্সে কোনো বিশেষ সুবিধাও হয়নি। তবু নিয়ম অনুযায়ী তাকে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হচ্ছে।
উল্লেখ্য, কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২০২৪ সালে ২৪.৩৭ গড়ে ১৬ উইকেট শিকার করেন বার্কার। সেই সাথে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৬৭ ম্যাচ খেলে ৫৩৩ উইকেট ও ৫,৪৫০ রান রয়েছে তার নামের পাশে।
আরটিভি/এসকে/এআর