আবারও নিষিদ্ধ হলেন অ্যাথলেট জহির রায়হান 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১০:৪৪ পিএম


স্প্রিন্টার জহির রায়হান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আজ (বুধবার) রাতে স্প্রিন্টার জহির রায়হানকে ছয় মাসের জন্য অ্যাথলেটিক্সের সকল কর্মকাণ্ড থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ করায় জহিরকে ফেডারেশন থেকে এই শাস্তি প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষর করেছেন।   

বিজ্ঞাপন

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইসমাইলের পরিবর্তে জহির রায়হানকে ফেডারেশন মনোনয়ন দেয়। চীনে অংশগ্রহণের পর গণমাধ্যমের সামনে হিটে বাদ পড়ার পেছনে নিজ খরচে অনুশীলন করেছেন বলে মন্তব্য করেন জহির। ফেডারেশনের দাবি জহির তার সংস্থা নৌ-বাহিনীর অধীনে অনুশীলনে ছিলেন। মিডিয়ায় তার এমন মন্তব্যে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মত কর্তাদের।  

সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য জহির রায়হান জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। চীন থেকে ফিরে এসে ক্যাম্পে যোগদান করলেও ঈদের পর আর ক্যাম্পে আসেননি তিনি। আর্মি স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্সের ক্যাম্প অনুষ্ঠিত হলেও, তিনি বিকেএসপিতে ক্যাম্প করেছেন জহির। তার সংস্থাকে ফেডারেশন এই বিষয়টি অবহিত করেছে। এর প্রেক্ষিতে ফেডারেশন কোনো উত্তর পায়নি সংস্থা থেকে।

বিজ্ঞাপন

ক্যাম্পে যোগদান না করে বিকেএসপিতে অবস্থানের জন্য ফেডারেশন জহির রায়হানকে শোকজও করেছিল। সেই শোকজের উত্তর দেননি দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট। সকল বিষয় পর্যালোচনা করে অ্যাথলেটিক্স ফেডারেশন জহির রায়হানকে ৬ মাসের জন্য অ্যাথলেটিক্সের সকল কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি তাকে দ্বিতীয়বারের জন্য সর্বোচ্চ সর্তকর্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

২০২১ সালে স্প্রিন্টার জহির রায়হান টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ব্যক্তিগত ঘটনায় জেল হাজতেও ছিলেন। নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হওয়ায় ফেডারেশন ২০২১ সালের ৯ ডিসেম্বর তাকে অনির্দিষ্টকালের জন্য অ্যাথলেটিক্স থেকে বহিষ্কার করে। আইনি প্রক্রিয়ার পর এরকম কর্মকাণ্ড ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ারও অঙ্গীকার করেন জহির। এর প্রেক্ষিতে ফেডারেশন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।  

২০২৪ সালে ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে রৌপ্যও জেতেন জহির রায়হান। জেল ও নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাথলেটিক্স অঙ্গনে আবার ফিরেছিলেন তিনি। জহির আবার ফেডারেশনের নিষেধাজ্ঞায় পড়ে আবারও ক্যারিয়ার সংকটে পড়েছেন। 

আজ ঘোষিত সাজা নিয়ে জহির কোনো মন্তব্য করতে চাননি। কিছুদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে তার অবস্থান ও ফেডারেশনের কর্মকাণ্ড সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত ব্যক্ত করবেন বলে জানিয়েছেন।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission