ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৫:৫৯ পিএম


loading/img
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের সবশেষ দশটি আসরের ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। আর হতাশ করার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বেলিংহ্যাম লিখেছেন, (দুই লেগের) কোনো ম্যাচেই এই ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারিনি আমরা। ক্ষমা করুন মাদ্রিদিস্তারা (রিয়ালের সমর্থকগোষ্ঠী)।

তিনি আরও লিখেছেন, আমরা বুঝতে পারছি, এই রাতগুলো ও এই প্রতিযোগিতাটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই মৌসুমে এখনও (শিরোপা জয়ের) সুযোগ আছে, ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই তা সম্ভব। রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বেলিংহ্যামের সঙ্গে সুর মিলিয়েছেন আরেক মিডফিল্ডার দানি সেবাইয়োসও। এক্স-এ তিনি লিখেছেন, ক্ষমা করুন, তবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত সপ্তাহজুড়ে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। বাকি মৌসুমে আপনাদের প্রত্যাশা পূরণের জন্য শতভাগ চেষ্টা করব আমরা। রিয়াল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়ায়।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। তাই সেমির টিকিট কাটতে সান্তিয়াগো বার্নাব্যুতে আরও একবার ফেরার গল্প লিখতে হতো লস ব্লাঙ্কোসদের। তবে এবার আর সেই রূপকথা লিখতে পারেননি ভিনি-এমবাপ্পেরা।

দ্বিতীয় লেগে তারা হেরেছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |