ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

টেস্ট সিরিজ খেলতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৪:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রথম বারের মতো কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ নারী কাবাডি দল। এই ঐতিহাসিক টেস্ট সিরিজটি হবে নেপালের বিপক্ষে। কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির প্রচেষ্টায় এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রাবণী, বৃষ্টি, রুপালিরা। 

বিজ্ঞাপন

বিকাল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল নেপালের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি। 

২৬ এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ দল। নেপাল সফরে বাংলাদেশ দলকে স্পন্সর করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ২০ এপ্রিল। 

বিজ্ঞাপন

এরপর ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুতে। বাংলাদেশের মতো নেপাল নারী দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। 

আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। চলতি বছর ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের পর পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে নারী দলের প্রস্তুতি। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করে বাংলাদেশ দল।   

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলব যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি। এরপর আমরা চেষ্টা করছি বিশ্বকাপ শুরুর ১৫ দিন বা এক মাস আগে ভারত যাওয়ার জন্য। সেখানে রাজ্য দলের বিপক্ষে আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। এছাড়া থাইল্যান্ডের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। আমরা থাইল্যান্ড যাব অথবা থাইল্যান্ড আমাদের এখানে আসবে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের জন্য নারী দলের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। নেপালের বিপক্ষে সিরিজের পর থাইল্যান্ডের সাথে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠাতে চায় কাবাডি ফেডারেশন। সেখানে ভারতের রাজ্য দলের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

নেপাল সফরে বাংলাদেশ দল: শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম ও মোছা: ইসরাত জাহান সাদিকা।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: লাকি আক্তার ও নবর্শি চাকমা
কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী
ম্যানেজার: মোহাম্মদ আসাদুজ্জামান।

আরও পড়ুন

 

নারী কাবাডিতে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী নেপালের নারী কাবাডি দল। সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড নেই। এস এ গেমস ও এশিয়ান গেমসে নেপাল নারী দলের কাছে বাংলাদেশ নারী দল পরাজিত হয়। পাঁচ ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নেপালের বিপক্ষে জয়ে ফিরতে চায় বাংলাদেশ নারী কাবাডি দল। 

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |