বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকী। বাফুফে সরফরাজের পদত্যাগপত্র গ্রহণ করছে; যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। পদত্যাগপত্র গৃহীত হলেও আরও তিন মাস বাফুফেতে থাকবেন সরফরাজ।
বাফুফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলি, ফিফা, এএফসি ও সাফের সঙ্গে সরফরাজের পরিবর্তে আর্থিক যোগাযোগ করবেন সৈয়দ আমিরুল। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে এক বার্তার মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন।
২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফা নিষিদ্ধ করলে এরপর থেকে বাফুফে আর্থিক বিষয়াদি নিয়ে একটি তদন্ত কমিটি করে। এরপর জুন-জুলাই মাসে পদত্যাগ করেন তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন। এর পরই কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে সরফরাজ হাসানকে নিয়োগ দেন।
সোহাগ নিষিদ্ধ হওয়ার পর বাফুফে তদন্ত কমিটি আবু হোসেনের দায় খুঁজে পায়। সেই তদন্ত প্রতিবেদনের আগেই তিনি পদত্যাগ করে চলে যান। এর পর সালাউদ্দিনও পদত্যাগ গ্রহণ করে প্রশ্নের মুখে পড়েন। আবুর বিদায়ের পর সরফরাজকে নিয়োগ দেন তিনি। এরপর সরফরাজ দায়িত্ব পালন করেন। তার কাজেও প্রশ্ন ওঠে। বাফুফে সংশ্লিষ্টদের ধারণা এরই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন তিনি।
আরটিভি/এসকে-টি