বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। কিন্তু আইপিএল চলাকালীন সময় ভারত ছাড়লেন কামিন্স এই কথাই কামিন্সের সমর্থকদের মুখে মুখে। তাদের ধারণা হয়তো আইপিএলের মাঝপথেই ভারত ছেড়ে চলে যাচ্ছেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে স্ত্রী রেবেকা কামিন্সকে সাথে নিয়ে হায়দরাবাদ বিমানবন্দরে আসেন কামিন্স। অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে ভারতকে বিদায় জানান রেবেকা। তবে আইপিএলের মাঝেই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের বাড়ি ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে সবাই চিন্তিত। সকালে সামাজিকমাধ্যমে রেবেকার পোস্ট দেখে চমকে ওঠেন ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলের চলতি আসরে ভালো অবস্থানে নেই কামিন্সের দল হায়দরাবাদ। এবারের লিগে শক্তিশালী দল গড়েও একের পর এক ম্যাচ হারছে হায়দরাবাদের দলটি। চলমান আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন অরেঞ্জ ব্রিগ্রেডরা। আইপিএলের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছেন তারা। নিজেদের ছবি দিয়ে সামাজিকমাধ্যমে রেবেকা লিখেন, ‘‘বিদায় ভারত। আমরা সুন্দর এই দেশটা ঘুরে দেখতে ভালবাসি।’’
হায়দরাবাদ সমর্থকদের অবশ্য চিন্তার কিছু নেই। তাদের অধিনায়ক থাকছেন ভারতেই। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলবেন আইপিএলেও। শুক্রবার তার স্ত্রী রেবেকা দেশে ফিরে গেলেন। দেশে ফেরার আগে ভারতকে বিদায় জানিয়েছেন কামিন্সের স্ত্রী। বিমানবন্দরে স্ত্রীকে বিদায় জানাতে যান হায়দরাবাদ অধিনায়ক কামিন্স।
উল্লেখ্য, আইপিএলে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে বল হাতে ফর্মে দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বল হাতে ৭ উইকেট শিকার করেছেন কামিন্স। এই সাত উইকেট নিতে ওভার প্রতি ১০.২২ রান খরচ করেছেন হায়দরাবাদ অধিনায়ক।
আরটিভি/এসকে