ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৫:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আজ পাকিস্তানের বিপক্ষে খেলতে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিজ্ঞাপন

এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে জয়ের জন্য ব্যাট করতে নেমে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। 

এই হার দিয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শেষ ম্যাচে যদি থাইল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সমান পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে রানরেটে যে দল এগিয়ে থাকবে সেই দল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ওপর নির্ভর করছে। 

বিজ্ঞাপন

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দ্বিতীয় বলেই শাওয়াল জুলফিকারকে আউট করেন মারুফা আক্তার। এরপর আর টাইগ্রেস বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। পাকিস্তানের আরেক ওপেনার মুনিবা আলী ও সিফরা আমিনের ৮০ রানের জুটি পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। ৫২ বল খেলে ৫ চারের সাহায্যে ৩৭ রান করেন দিফরা আমিন। তাকে আউট করে এই জুটি ভাঙেন রাবেয়া।

আরও পড়ুন

তৃতীয় জুটিতে মুনিবা-আলিয়া রিয়াজ ৭৪ রান যোগ করেন। ৯৩ বল খেলে ৮টি চার মেরে ৬৯ রান করে নাহিদার বলে  আউট হয়ে সাজঘরে ফিরেন মুনিবা। স্বাগতিকদের জয়ের জন্য তখন দরকার হয় মাত্র ২৩ রান। আলিয়া ও নাতালিয়া পারভেজ দলের জয় তুলে নিতে বাকি কাজটা শেষ করেন। ৬৫ বল খেলে ৬ চার ও ১ ছয়ে ৫২ রানে অপরাজিত থাকেন আলিয়া। আর ২৬ বল খেলে ১৩ রান করেন নাতালিয়া।  

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |