ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

যুবাদের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৮:১৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সে লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।

এই সফরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও পাঁচ জনকে। তারা হলেন- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ ও শাহরিয়ার আল আমিন।  

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ এপ্রিল বাংলাদেশ যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে।  
 
পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ ও ৩০ এপ্রিল। সিরিজের শেষ তিন ওয়ানডে যথাক্রমে ৩, ৫ এবং ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে যুবাদের পরবর্তী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি হিসেবে এই সিরিজ। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার। 
 
স্ট্যান্ড বাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |