ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এবার কিউবা মিচেলকেও রাজি করাল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০১:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর এবার প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হামজার পর সেই তালিকায় নাম লিখিয়েছেন কানাডা প্রবাসী সামিত সোম। এবার বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার কিউবা মিচেল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডাকে এবার সবুজ সংকেত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে কিউবার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। মিচেল আগ্রহ প্রকাশ করায় বাফুফে থেকে তাকে মেইল পাঠানো হয়েছিল। রোববার (২০ এপ্রিল) বিকেলে সেই মেইলের উত্তর দিয়েছেন তিনি। মেইলে মিচেল জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছেন তিনি। বাফুফেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছেন কিউবা মিচেল।   

বাফুফে এবং মিচেলের এজেন্ট আশা করছেন, আগামী মে’র মধ্যেই কিউবার বাংলাদেশের হয়ে খেলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আর সেটি করা গেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী জুনের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে তার। জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও মিচেলের মা বাংলাদেশি। তার বাবা জ্যামাইকান। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম সিটিতে ২০২২ সালে যুব ক্যারিয়ার শুরু হয় মিচেলের। সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছেন তিনি। কোন দেশের হয়ে জাতীয় দলে না খেলায় খুব সহজ মাধ্যমে কিউবাকে দলে নেওয়া সম্ভব।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |