ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দেশের মাটিতেও অনার্স বোর্ড চান মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ১১:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বে জনপ্রিয় স্টেডিয়ামগুলো মধ্যে অন্যতম হলো লর্ডস স্টেডিয়াম। যেখানে ম্যাচ খেলার স্বপ্ন থাকে বিশ্বের সকল ক্রিকেটারই। কারণ, সেই মাঠে সেঞ্চুরি বা ৫ উইকেট পেলে সেখানে অবস্থিত অনার্স বোর্ডে নিজের নাম লেখানোর সুযোগ পাওয়া যায়।

বিজ্ঞাপন

লর্ডস ছাড়াও পৃথিবীর অনেক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে অনার্স বোর্ডের প্রচলন। তবে বাংলাদেশের কোনো মাঠে এমনটা এখনও করা হয়নি। তাই ঘরের মাঠেও অনার্স বোর্ড দেখতে চান মেহেদী হাসান মিরাজ।

সোমবার (২১ এপ্রিল) বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইফার তুলে নিয়েছেন তিনি।তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এই সময়ে তিনি দেশের স্টেডিয়ামগুলোতেই অনার্স বোর্ড রাখা কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মিরাজের ভাষ্য, অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একই সঙ্গে লাক ফেভার করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত। যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |