ক্রিস্টাল প্যালেসের সাথে বুধবার ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে জিন-ফিলিপ মাতেতার শেষভাগের গোলে প্যালেস এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
এবারের লিগে শেষ চার ম্যাচে তৃতীয় ড্রয়ের দেখা পেল আর্সেনাল। ঘরের মাঠে আর্সেনাল ম্যাচের শুরুতেই লিড নেয়।ম্যাচের ৩ মিনিটে জ্যাকুব কিউয়ের গোলে এগিয়ে যায় গানার্সরা। মার্টিন ওডেগার্ডের ফ্রি-কিক প্যালেসের পেনাল্টি এরিয়ার মধ্যে পড়লে ফাঁকায় দাঁড়ানো কিউইর হেডে গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করে।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর পোলিশ ডিফেন্ডারের এটাই প্রথম গোল। প্যালেসের হয়ে ২৭ মিনিটে এ্যাডাম হোয়ারটনের সহযোগিতায় সমতা ফেরান এবেরেচি এজে। বিরতির আগে ৪২ মিনিটে জুরিয়েন টিম্বারের পাস থেকে লিনড্রো ট্রোসার্ড গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে নেন। ম্যাচ শেষের সাত মিনিট আগে প্যালেসের হয়ে মাতেতা সমতাসূচক গোলটি করেন।
খেলার শেষ দিকে আর্সেনাল জয় তুলে নেওয়ার জন্য চেষ্টা করলেও প্যালেসের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে আর্সেনাল। এই ড্রয়ের ফলে আর্সেনালের শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল আর লিভারপুল নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে শিরোপা উৎসবের অপেক্ষায়।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। মিকেল আর্তেতার দলের সামনে চ্যাম্পিয়ন্স লিগই এখন তাদের মূল ফোকাস। ২০০৯ সালের পর ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতার শেষ চার নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
আরটিভি/এসকে