ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে বন্দুক হামলা, প্রধানমন্ত্রীকে দুষলেন পাক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০৮:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধু ঘোড়া অথবা হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়। এই ঘটনায় নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এ সশস্ত্র হামলার সঙ্গে জড়িত। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের তরফে। দেশের প্রধানমন্ত্রীর চুপ থাকা নিয়ে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া এক টুইটে তিনি অভিযোগ করেন, ‘যদি পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের ভূমিকা না থাকে, তবে কেন প্রধানমন্ত্রী নিন্দা জানাচ্ছে না?’ পাক প্রধান শাহবাজ শরীফ নিজে বিষয়টি নিয়ে মুখ না খুললেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বিজ্ঞাপন

এরপর সাবেক পাক ক্রিকেটার কানেরিয়া আরও লিখেছেন, ‘কেন পেহেলগামের ঘটনার পর দেশজুড়ে বিভিন্ন বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে? কারণটা গভীরে রয়েছে, তোমরা সত্যিটা জানো। তোমরা জঙ্গিদের আশ্রয় দাও এবং তাদের লালন করছ। সেজন্য তোমাদের জন্য সত্যিই লজ্জা হয়।’

তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি আমি গর্বের সঙ্গে গায়ে জড়িয়েছিলাম। আমার ঘাম ও রক্ত দিয়েছি ক্রিকেট মাঠে। কিন্তু পেহেলগামের ভুক্তভোগীদের মতোই আমিও ভিন্নরকম আচরণ পেয়েছি– লক্ষ্যবস্তু করা হয়েছে কেবল হিন্দু বলে। যারা সন্ত্রাসবাদকে সঠিক প্রমাণ করতে চায় তাদের জন্য লজ্জা। আমি সত্যের সঙ্গেই আছি, মানবতার পক্ষে আছি। আশা করি পাকিস্তানের সকল মানুষ একই কাজ করবে। তাদের ভুল পথে চালিত করবেন না। শয়তানের পক্ষে থাকবেন না।’

আরও পড়ুন

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলে ২৬১ উইকেট পেয়েছেন কানেরিয়া। এ ছাড়া ১৮টি ওয়ানডে খেলে তার উইকেট ১৫টি। কানেরিয়ার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তান সরকার এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বিষয়টি নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। 

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |