ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জম্মু-কাশ্মীরের তারকা পেসার যোগ দিলেন কেকেআরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০৫:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আইপিএলের চলমান আসর প্রায় শেষের দিকে। এবারের আসরে ভালো করতে পারছে না গতবারের চ্যাম্পিয়নরা। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে মাত্র ৩টিতে জয়ের দেখা পেয়েছে নাইটরা। দলের এখন যা পরিস্থিতি তাতে প্লে-অফে পৌঁছানোটাই বড় কঠিন হয়ে উঠেছে কিং খানের দলের।

বিজ্ঞাপন

এর মাঝেই শোনা যাচ্ছে কাশ্মীরি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। এই খেলোয়াড় আর কেউ নন। তিনি হলেন উমরান মালিক। ২৫ বছর বয়সী উমরান জম্মু ও কাশ্মীরের গুজ্জর নগরের বাসিন্দা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ডানহাতি ফাস্ট বোলার কলকাতা দলে যোগ দিয়েছেন। মেগা নিলামে কেকেআর তাকে ৭৫ লাখ টাকায় কিনেছিল। কিন্তু চোটের কারণে মার্চের শুরুতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন উমরান।

বিজ্ঞাপন

চোটের জন্য প্রথম পর্বে তিনি মাঠের বাইরে ছিলেন। সেই সময় তার বিকল্প হিসেবে চেতন সাকারিয়াকে সই করিয়েছিল কেকেআর। তবে সই করালেও সাকারিয়াকে দিয়ে একটি ম্যাচও খেলায়নি তারা। এ বার উমরান মালিক দলে যোগ দেওয়ায় চেতন সাকারিয়া ও উমরান মালিককে কী ভাবে ম্যানেজমেন্ট ব্যবহার করবে সেটাই দেখার বিষয়।

নারিনকে দিয়ে ওপেনে খেলিয়ে যাওয়া, মিডল অর্ডার বারবার ব্যর্থ হওয়ার পরও পরিবর্তন না করা, বোলিংয়ে বরুণ-নারিন নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠছে। ২০২১ সালে অভিষেকের পর আইপিএলে মাত্র ২৬টা ম্যাচ খেলেছেন উমরান। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও বল হাতে তেমন সাড়া ফেলতে পারেননি তিনি। বোলিংয়ে পেস থাকলেও বৈচিত্র না থাকার অভিযোগ রয়েছে তার বল করার ক্ষেতরে। যার কারণে কোনো দলই তার ওপর ভরসা করতে পারেনি। 

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় উমরান মালিকের। প্রথম ম্যাচেই ১৫০কিমির বেশি গতিতে বোলিং করে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন উমরান।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |