ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা, যা বলছে পাকিস্তানি গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৫:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার কারণে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। যার ফলে পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এই দুই দেশের সংঘাতের কারণে ক্রীড়াঙ্গণেও প্রভাব পড়েছে। এই উত্তেজনা পরিস্থিতির মাঝে চলতি মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু টাইগারদের এই সফর এখন অনিশ্চিত।তবে  পাকিস্তানের গণমাধ্যমগুলো বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন।  

বিজ্ঞাপন

২৫ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা এটাই এখন সবার মনে প্রশ্ন? কিন্তু এই সিরিজ নিয়ে পাকিস্তানের গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানালেন আশারবাণী। বোর্ডের সূত্রে একাধিক পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত সময়েই মাঠে গড়াতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ।  

পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানায়, বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা কিংবা ম্যাচ আয়োজনের সক্ষমতা প্রসঙ্গে কোনো প্রকার আপত্তি জানানো হয়নি। দুই দেশের বোর্ডের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ চলছে ম্যাচ আয়োজনের প্রশ্নে। আর পাকিস্তানও তাদের নিরাপত্তা প্রটোকল নিয়ে বরাবরের মতোই সতর্ক অবস্থায় রয়েছে।  

বিজ্ঞাপন

পাকিস্তানের আরেক গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, ২৫ তারিখ থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার সিরিজ। ভেন্যু পরিবর্তন বা কোনো বিষয়েই ন্যূনতম পরিবর্তন আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি বলেও উল্লেখ করেছে তারা। 

আরও পড়ুন

উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ৫ ম্যাচের এই সিরিজের শুরু হওয়ার কথা রয়েছে। ফয়সালাবাদ ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ। সিরিজে অংশ নিতে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।   

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |