ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ফারুকের বিদায়ের পর হাথুরুর পোস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বিসিবিতে। এবার ফারুক আহমেদের চেয়ারে বসলেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদকে যেসব কারণে অপসারণ করা হয়েছে তার মধ্যে একটি হলো সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চাকরিচুত্য করা। 

বিজ্ঞাপন

ফারুকের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন লঙ্কান কোচ হাথুরুসিংহ। লিংকডইনে হাথুরু লিখেছেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।'

'ইএসপিএন ক্রিকইনফো'র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করা। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’-যোগ করেন হাথুরু।

বিজ্ঞাপন

হাথুরুসিংহকে বাদ দেওয়ার সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ড্রেসিংরুমে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। কিন্তু এই অভিযোগ সবসময়ই অস্বীকার করে এসেছেন টাইগারদের সাবেক এই কোচ। এমনকি বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও এই ব্যাপারটি অস্বীকার করেছেন।

আরও পড়ুন

এর আগে ফারুক আহমেদ বলেন, আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি আনচ্যালেঞ্জড যেতে দেবো না। ফাইট করে যাবো। শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি আইসিসিতে জানিয়েছি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |