ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দেম্বেলেকে ব্যালন ডি’অর দেওয়ার দাবি এনরিকের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০২:৩৪ পিএম


loading/img
উসমান দেম্বেলে। ছবি: এএফপি

ইন্টার মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ফাইনালে গোল না করলেও করেছেন দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট। পুরো মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উসমান দেম্বেলে। তাই এই ফরাসি তারকাকে ব্যালন ডি’অর দেওয়ার দাবি তুলেছেন কোচ লুইস এনরিকে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) রাতে ফাইনাল শেষে স্প্যানিশ কোচ বলেন, ফাইনালে যেভাবে খেলেছে, তার জন্যই দেম্বেলেকে ব্যালন ডি’অর দিয়ে দেওয়া হোক। সে এর যোগ্য। এভাবেই দলকে নেতৃত্ব দিতে হয় গোল করে, শিরোপা জিতে ও নেতৃত্ব দিয়ে।

এপিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বড় অবদান দেম্বেলেরই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৩৩ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। চ্যাম্পিয়নস লিগেই করেছেন ৮ গোল ও ৬ অ্যাসিস্ট।

বিজ্ঞাপন
আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ঘরোয়া লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ফ্রেঞ্চ সুপার কাপ জিতে ট্রেবল পূর্ণ করেছে পিএসজি। লিগ ওয়ানে তারা শিরোপা জিতেছে ১৯ পয়েন্টের ব্যবধানে।

বিজ্ঞাপন

GsUEgGaXAAAxZDw

বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের জন্য বিবেচিত সময়সীমা প্রতি বছরের ১ আগস্ট থেকে পরের বছরের ৩১ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে আর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই, ফলে বর্তমান ফর্ম ও অর্জনের বিচারে অনেকটাই এগিয়ে দেম্বেলে।

তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা রাফিনহা ও সালাহর মতো তারকারা গোল ও অ্যাসিস্টে দেম্বেলেকে ছাড়িয়ে গেছেন। রাফিনহা করেছেন ৫৭ ম্যাচে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট, সালাহর গোল ৩৪টি, অ্যাসিস্ট ২৩টি। কিন্তু দলগত ট্রফির দিক থেকে তারা দেম্বেলের চেয়ে পিছিয়ে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |