বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনা ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর।
রোববার (১ জুন) বৃষ্টিস্নাত ফাইনাল ম্যাচে এটিএন বাংলাকে ২-০ গোলে হারিয়েছে দৈনিক যুগান্তর। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন পর আবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে যুগান্তরের খেলোয়াড়রা।
এদিন যুগান্তরকে প্রথমার্ধে এগিয়ে দেন সাদ্দাম হোসেন ইমরান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক জ্যোতির্ময় মন্ডল। মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাদ্দাম হোসেন ইমরান।
আসর জুড়ে ৪ গোল ও ২টি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুগান্তরের অতিথি খেলোয়াড় মাঝহারুল ইসলাম মিঠুন। রানার্স-আপ এটিএন বাংলার আদদ্বীন সজীব (৪ গোল) পান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দৈনিক যুগান্তরের একে সালমানের হাতে ওঠে সেরা গোলরক্ষকের ট্রফি।
এর আগে প্রথম সেমিফাইনালে ঢাকা ট্রিবিউনকে ২-১ গোলে হারায় যুগান্তর। জোড়া গোল করে দলকে জিতিয়ে টুর্নামেন্টে তৃতীয়বার ম্যাচ সেরা হন মাঝহারুল ইসলাম মিঠুন।
আর দ্বিতীয় সেমিফাইনালে দেশ টিভিকে ১-০ গোলে হারায় এটিএন বাংলা। জয় সূচক গোলটি করে দলের নায়ক আদদ্বীন সজীব।
টানা বৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ম্যাচগুলো খেলায় অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানিয়েছেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও বিএসজেএ’র সহ-সভাপতি রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি।
উল্লেখ্য, ফাইনাল শেষে পুরস্কার বিতরণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, বিএসজেএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাফুফে সদস্য মঞ্জুরুল করিম, সিনিয়র ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ এবং বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন।
আরটিভি/এসআর-টি