ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

 আইপিএল ফাইনাল

বেঙ্গালুরুকে দুইশর মধ্যেই থামাল পাঞ্জাব কিংস

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ১০:০০ পিএম


loading/img
আইপিএলের ফাইনালে ছক্কা হাঁকালেন রজত পাতিদার। ছবি: এএফপি

আইপিএলের ১৮তম আসরের ফাইনালে মাঠে নেমেছে পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই প্রথম শিরোপা জিততে মরিয়া। এ দিন আগে ব্যাট করতে পাঞ্জাবকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে কোহলির বেঙ্গালুরু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্ট। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই ইংলিশ ব্যাটার।

তিনে ব্যাট করতে এসে পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মায়াঙ্ক আগাওয়াল। ১৮ বলে ২৪ রান করে ফেরেন তিনি। তবে রজত পাতিদারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। ১৬ বলে ২৫ রান করে রজত আউট হলে কোহলিকে সঙ্গ দেন লাইম লিভিংস্টোন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিন কিছুটা ধীর গতিতে ব্যাট চালাচ্ছিলেন কোহিল। শেষ করে সাজঘরে ফেরার পরিকল্পনা করলেও আজমতুল্লাহর বলে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। ৩৫ বলে ৪৩ রান করেন তিনি। ১৫ বলে ২৫ রান করে লেগ বিফোরের শিকার হন লিভিংস্টোন।

বিজ্ঞাপন

এতে ১৬৭ রানে ৫ উইকেট হারায় বেঙ্গালুরু। তবে সপ্তম উইকেটে পিচে এসে বলে বলে বাউন্ডারি মারতে থাকেন জিতেশ শর্মা। কিন্তু ১০ বলে ২৪ রান করে ১৮তম ওভারে বোল্ড আউট হন তিনি।

বিজ্ঞাপন

AFP__20250603__493D9TN__v1__HighRes__CricketIndIplT20BengaluruPunjab

এরপর ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে ১৯তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন রোমারিও শেফার্ড। এক বল পরে বাউন্ডারি লাইনে কাটা পড়েন কুর্নাল পান্ডিয়া (৪)। ১ রান করে শেষ বলে ক্যাচ আউট হন ভুবনেশ্বর কুমার। এতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের লড়াকু পুঁজি পেয়েছে বেঙ্গালুরু।

পাঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন কাইল জেমিসন ও আর্শদ্বীপ সিং। এ ছাড়াও বিজয়কুমার, জুভেন্দ্র চাহাল ও আজমতুল্লাহ একটি করে উইকেট নেন। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |