ইংলিশ ক্লাব চেলসি পর্তুগিজ মিডফিল্ডার ডারিও ইসুগোকে দলে ভিড়িয়েছে। পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ইসুগোকে আনতে ব্লুজদের ১৮ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে চেলসির হয়ে মাঠে নামবেন ইসুগো। গত মৌসুমে লাস পালমাসের হয়ে ধারে খেলেছেন তিনি। ইসুগো ২০২১ সালে মাত্র ১৬ বছর বয়সে ক্লাবের হয়ে অভিষেক করে রেকর্ড গড়েন। তিনিই স্পোর্টিংয়ের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিনিয়র দলে খেলা ফুটবলার। লিয়াম ডিলাপকে ৩০ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে চেলসি।
সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি মাঠের পারফরম্যান্সেও নিজেদের ক্ষমতার প্রমাণ করেছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ করেছে। সেই সাথে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব চেলসি।
আরটিভি/এসকে