উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠল পর্তুগাল। বুধবার (৫ জুন) রাতে ইউরোপের জায়ান্ট জার্মানিকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে জায়গা করে নেয় পর্তুগাল। গোল করে দলকে জয় এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার (৮ জুন) অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হবে স্পেন বনাম ফ্রান্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল।
২০১৯ সালে প্রথম বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে পর্তুগাল। সেইবার ট্রফিও ঘরে তুলে নেয় পর্তুগিজরা। ছয় বছর পর আবার ট্রফির লড়াইয়ে মাঠে নামবে তারা। বুধবার (৪ জুন) রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশন্স লিগের প্রথম সেমিফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয় পর্তুগাল। ফ্লোরিয়ান ভির্টজের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় জার্মানি। এরপর ফ্রান্সিসকো কনসিয়াকাও ও ক্রিস্টিয়ানো রোনালদো ৫ মিনিটের ব্যবধানে দুটি গোল করে পর্তুগালকে জয় এনে দেন।
এই জয়ে জার্মানির বিপক্ষে দীর্ঘ ২৫ বছরের জয়ের খরা কাটলো পর্তুগিজরা। এর আগে ২০২০ সালের ইউরোয় সবশেষ জার্মানিকে হারিয়েছিল তারা। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় সেলেকাওরা।
খেলায় বলের দখলের দিক থেকে জার্মানি এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। স্বাগতিকরা ৯টি শট নিয়ে ৫টি শট লক্ষ্যে রাখতে পারলেও পর্তুগিজরা ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে।
আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে গেলেও ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। খেলায় রোনালদো দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। সুযোগ নষ্ট করেন পেদ্রো নেতোও। অন্যদিকে ফুলক্রুগ ও গোরেৎজেকারের নেওয়া দারুণ শট ঠেকিয়ে পর্তুগিজদের বাঁচিয়ে দেন গোলরক্ষক কস্তা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। জোশুয়া কিমিখের পাস থেকে গোল করেন ফ্লোরিয়ান উতজু। ৬৩ মিনিটের মাথায় একাই ৩৫ গজ দৌড়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ফ্রান্সিসকো কনসিসাও। রোনালদো গোল করেন পাঁচ মিনিট পর। বাঁ দিক থেকে আসা নুনো মেন্দেসের পাস থেকে গোল করেন পর্তুগালের এই মহাতারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে সহজ সুযোগ নষ্ট করে রোনালদো। সতীর্থের বাড়ানো ক্রসে পা লাগাতে পারলেই গোল পেতে পারতেন, কিন্তু বলের নাগালই পাননি পর্তুগিজ মহানায়ক।
এর পরপরই ডেডলক ভাঙেন ফ্লোরিয়ান ভির্টজ। ডি-বক্সে বল নিয়ে ঢুকতে বাধা পেয়ে কিমিখকে পাস দেন লেভারকুসেনের তারকা। এরপর ডি-বক্সে ঢুকে পড়েন। কিমিখ তাকে দারুণ এক থ্রুবল বাড়ান। আলতো হেডে বাঁ দিকের পোস্টে বল পাঠান ভির্টজ। এগিয়ে যায় জার্মানি। গোল খেয়ে গোল মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। রোনালদোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
খেলার ৬৩ মিনিটে কনসিয়াকাও পর্তুগিজদের ত্রাতা হয়ে আসেন। বদলি হিসেবে নামা এই উইঙ্গার দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান। ডানপ্রান্তে বল পেয়ে ডি-বক্সের কাছাকাছি এসে শট নেন। তার জোরাল শট বাক খেয়ে জালে জড়ায়। জার্মানির গোলরক্ষক টার স্টেগান ঝাঁপিয়ে পড়েও শট ঠেকাতে পারেননি।
শেষ দিকে সুযোগ পায় জার্মানি। করিম আদেয়েমির নেয়া শট পোস্টে লাগলে হতাশ হতে হয় তাদের। এর কিছুক্ষণ পর জোড়া শট ঠেকিয়ে জার্মানিকে টিকিয়ে রাখেন টার স্টেগান। এরপরেই শেষ বাঁশি বাজান রেফারি।
৪০ বছর বয়সী রোনালদোর এটি জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩৭তম গোল। সব মিলিয়ে তার গোলের সংখ্যা দাঁড়াল ৯৩৭টি। বয়স ৩০ পার হওয়ার পর রোনালদো গোল করেছেন মোট ৮৫টি।
আরটিভি/এসকে