ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সাড়ে পাঁচ ঘণ্টার মহাকাব্যিক লড়াইয়ে রোলাঁ গারোর নতুন রাজা আলকারাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ১২:৪৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রোলাঁ গারোর লাল কোর্টে নতুন ইতিহাস লিখলেন কার্লোস আলকারাজ। ২০২৫ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ৫ ঘণ্টা ২৯ মিনিটের নাটকীয় লড়াইয়ে ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতলেন ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা।

বিজ্ঞাপন

বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়ের এই দ্বৈরথ ছিল টেনিসপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েন আলকারাজ। প্রথম দুই সেট হারেন ৪-৬, ৬-৭ (৪/৭) গেমে। তৃতীয় সেটে ৬-৪ গেমে ঘুরে দাঁড়ান তিনি। চতুর্থ সেটে ৩-৫ গেমে পিছিয়ে থেকেও তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সেটটি নিয়ে যান টাইব্রেকারে, যেখানে ৭-৬ (৭/৩) গেমে জয় ছিনিয়ে আনেন।

পঞ্চম সেটেও থেমে থাকেননি নাটক। ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে, যেখানে আলকারাজ ৭-৬ (১০/২) গেমে জয় নিশ্চিত করে নিজের প্রথম ফ্রেঞ্চ ওপেন ট্রফি উঁচিয়ে ধরেন।

বিজ্ঞাপন

উন্মুক্ত যুগে এটি মাত্র নবমবার, কোনো খেলোয়াড় প্রথম দুই সেট হেরে গ্র্যান্ডস্লাম ফাইনালে জয় পেলেন। একইসঙ্গে, রজার ফেদেরারের পর আলকারাজই প্রথম খেলোয়াড় যিনি ক্যারিয়ারের প্রথম পাঁচটি গ্র্যান্ডস্লাম ফাইনালেই শিরোপা জিতেছেন।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, এই ম্যাচ নিঃসন্দেহে টেনিস ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল। উল্লেখযোগ্য বিষয় হলো,গত আটটি গ্র্যান্ডস্লামের সাতটি ভাগ করে নিয়েছেন আলকারাজ ও সিনার। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে রোলাঁ গারোর নতুন রাজা হিসেবে উঠে এলেন কার্লোস আলকারাজ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |