ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

রিশাদকে ধরে রাখলো হোবার্ট, ড্রাফটে সাকিবসহ ১০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৭:৫৯ পিএম


loading/img
রিশাদ। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গত বছর বিগ ব্যাশ লিগে খেলা সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে বিপিএল ও বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় হোবার্ট হারিকেন্সে যোগ দিতে পারেননি তিনি। তবে এবারের আসরের জন্য রিশাদকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) ২০২৪-২৫ মৌসুমের নিলামকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকা প্রকাশ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যেখানে রিশাদকে ধরে রেখেছে হোবার্ট।

আসন্ন এই টুর্নামেন্টের জন্য রিশাদ ছাড়াও দল পেতে ড্রাফটে নাম লিখিয়েছেন ১০জন বাংলাদেশি। বাংলাদেশের তালিকাভুক্ত ক্রিকেটাররা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ড্রাফট তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন ইংল্যান্ডের (১৭৪ জন)। সেখানেও চমক রয়েছে—৪২ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন আছেন তালিকায়, যিনি সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট থেকেই বিদায়ের কথা ভাবছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে ৭৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪২ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। ভারত থেকে আছেন মাত্র একজন—পেসার সিদ্ধার্থ কৌল, যিনি ভারতের হয়ে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১৯ জুন বিগ ব্যাশের এই নিলাম অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |