ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:০২ পিএম


loading/img
আর্চার আব্দুর রহমান আলিফ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের সেমিফাইনালে চায়নিজ তাইপের চেন পিন-আনের বিপক্ষে লড়াই করতে নেমেছিলেন আব্দুর রহমান আলিফ। সেখানে প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন আলিফ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) সিঙ্গাপুরে এই ইভেন্টের সেমিফাইনালে চায়নিজ তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারান ১৯ বছর বয়সী এই আর্চার। ‎রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ। দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে শুক্রবার এশিয়ান পর্যায়ে সোনার জন্য লড়বেন তিনি। 

গতকাল (সোমবার) ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করেছিলেন আলিফ। এরপর চীনের আলিনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে নাম লেখান শেষ ৩২-এ। সেখান থেকে পরবর্তী ধাপে মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ ব্যবধানে হারিয়ে এবং চায়নিজ তাইপের লি কাই-ইয়েনের সঙ্গে ৭-৩ ব্যবধানে জেতায় পেয়ে যান সেমিফাইনালের টিকিট।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ফাইনালে ওঠার পথে আবার চায়নিজ তাইপের আরেক প্রতিপক্ষ চেন পিন-আনকে পেয়েছেন। সেই বাধাও দারুণভাবে উতরে যান আলিফ। প্রথম সেট জিতে নেন ২৬-২৫ পয়েন্টে। যদিও পরের দুই সেট জিতে ঘুরে দাঁড়ান চেন পিন। আলিফ হেরে যান ২৮-২৭, ২৮-২৭ ব্যবধানে।

বিজ্ঞাপন

সেখান থেকে প্রত্যাবর্তনের দারুণ গল্প লেখেন আলিফ। চতুর্থ সেট ২৯-২৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন। পঞ্চম ও শেষ সেটে প্রতিপক্ষকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন এই আর্চার।

বিজ্ঞাপন

এদিকে বাছাইয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল। ১৪ দেশের মধ্যে আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দলের স্কোর ১৯৬০। আগামীকাল প্রথম রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিপাইনের।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |