ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ট্রাম্পকে যে বার্তা দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১১:০৮ পিএম


ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ট্রাম্পকে যে বার্তা দিলেন রোনালদো
ডোনাল্ড ট্রাম্প ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এএফপি

গাজায় অসহায় ফিলিস্তিনিদের অনেকবারই সাহায্য করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ছাড়া ফিলিস্তিনি ইস্যুতে বেশ কয়েকবার কথাও বলেছেন তিনি। এবার ইরান-ইসরায়েলের সংঘাতের মাঝে শান্তির বার্তা দিয়েছেন রোনালদো। যা পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও। 

বিজ্ঞাপন

বর্তমানে কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি। 

আর কস্তার মাধ্যমেই ট্রাম্পের হাতে এই বিশেষ উপহার পৌঁছে দিয়েছেন রোনালদো। তার সই করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন ট্রাম্পকে। যার গায়ে লেখা- “Playing for Peace”।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিশ্বমঞ্চে যখন যুদ্ধ ও দ্বন্দ্বের খবর প্রাধান্য পাচ্ছে, তখন রোনালদোর এই ব্যতিক্রমী উদ্যোগ কেবল ক্রীড়াঙ্গন নয়, বরং কূটনৈতিক মহলেও প্রশংসিত হচ্ছে। খেলার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিতে রোনালদোর এই চেষ্টাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

Screenshot_2025-06-17_230925

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্প্রতি ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে শিগগিরই শান্তি হবে! অনেক ফোনকল ও বৈঠক চলছে।’ আর রোনালদোর পক্ষ থেকে আসা এই বার্তা যেন সেই শান্তি প্রচেষ্টাকেই আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।

Imag

কয়েকদিন আগেই পর্তুগালকে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ শিরোপা এনে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। তবে এবার মাঠের বাইরেও তার প্রভাব বিস্তার করছে বিশ্বশান্তির বার্তাবাহক হিসেবে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission