ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ‘পটৌদি ট্রফি’ নাম সরিয়ে ফেলার সিদ্ধান্তে তৈরি হওয়া বিতর্ক অবশেষে মিটলও শচিনের টেন্ডুলকারের হস্তক্ষেপে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সিরিজের বিজয়ী দলের অধিনায়ককে দেওয়া হবে মনসুর আলি খান পটৌদির নামাঙ্কিত পদক।
সিরিজের নাম ‘শচিন-অ্যান্ডারসন ট্রফি’ করায় ক্রিকেটমহলের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পটৌদির সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরাও। বিষয়টি নিয়ে অসন্তোষ জানায় বিসিসিআই।
এই প্রেক্ষাপটে শচিন টেন্ডুলকার নিজেই ইসিবির সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেন পটৌদির নাম যেন সিরিজের সঙ্গে যুক্ত থাকে। আইসিসি চেয়ারম্যান জয় শাহও এ নিয়ে ভূমিকা রাখেন।
ইসিবি শেষ পর্যন্ত শচিনের অনুরোধে সম্মত হয়। আর ট্রফির নতুন নাম থাকলেও পটৌদির সম্মান রক্ষায় বিজয়ী অধিনায়ককে দেওয়া হবে ‘পটৌদি পদক’। বিসিসিআই এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। ক্রিকেট ইতিহাস রক্ষায় শচিনের ভূমিকা প্রশংসা পাচ্ছে সর্বত্র।
আরটিভি/এসকে/এস