গল টেস্টে বাংলাদেশের ব্যাটারদের রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১১:১৩ এএম


নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

গল টেস্টে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন রাঙিয়েছে টাইগাররা। প্রথম দিনটা স্মরণীয় করে রাখলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৩ উইকেটে ৪৫ রানে বিপর্যয়ে পড়েও এই দুই ব্যাটার গড়লেন ২৪৭ রানের অপরাজিত জুটি। দিন শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের রান ২৯২/৩।

বিজ্ঞাপন

শান্ত ও মুশফিক প্রথম দিনেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ:

মুশফিকের জুটির রাজত্ব:  বাংলাদেশের টেস্ট ইতিহাসে ২০০ বা তার বেশি রানের ১৫টি জুটির মধ্যে ৮টিতেই ছিলেন মুশফিক। শীর্ষ ৬টি জুটির ৫টিতেই অংশীদার এই অভিজ্ঞ ব্যাটার, যা তার ধারাবাহিকতার বড় প্রমাণ।

বিজ্ঞাপন

দুই হাজার রানে শান্ত:  ব্যক্তিগত ১১১ রানের সময় শান্ত স্পর্শ করেন ২০০০ রানের মাইলফলক। দিন শেষে তার সংগ্রহ ১৩৬*, টেস্ট ক্যারিয়ারে মোট রান এখন ২০২৫।

এক ইনিংসে দুই সেঞ্চুরি আবারও:  শান্ত ও মুশফিকের সেঞ্চুরির সুবাদে এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১৮তমবার, যখন এক ইনিংসে একাধিক সেঞ্চুরি এল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ৬টি করে, যা সর্বোচ্চ।

আরও পড়ুন

সেরা পাঁচে শান্ত:  এটি শান্তর ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে এখন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে।

প্রথম দিন শেষে পরিসংখ্যানও বলছে গল টেস্টে ইতিহাস গড়ার পথে রয়েছে বাংলাদেশ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission