বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ২০০০ সালে টেস্টে অভিষেকের সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ‘ক্রিকেট কার্নিভাল’-এর আয়োজন করছে বোর্ড।
২২ জুন থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ২৬ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। সমাপনী দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে বর্ণাঢ্য আয়োজন। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, বিভাগ ও জেলা পর্যায়ে প্রীতি ম্যাচসহ থাকবে নানা ক্রিকেটীয় আয়োজন। আমিনুল ইসলাম বুলবুল, যিনি অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান এবং বর্তমানে বিসিবি সভাপতি, তিনিও থাকবেন এই উদযাপনের মূল কেন্দ্রবিন্দুতে।
তবে এই মুহূর্তে জাতীয় দলের টেস্ট স্কোয়াড শ্রীলঙ্কায় অবস্থান করায় তারা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারবেন না। তাদের ছাড়াই রজতজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত বিসিবি।
আরটিভি/এসকে/এস