সাড়ে পাঁচ বছর পর আইসিসি উইমেনস ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এলেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। রেটিং পয়েন্ট ৭২৭ নিয়ে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে। মান্ধানা সর্বশেষ ২০১৯ সালে শীর্ষে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার উলভার্ট এবং ইংল্যান্ডের নাট সিভার-ব্রান্ট সমান ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়। মান্ধানা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রান এবং শ্রীলঙ্কায় ট্রাই-সিরিজের ফাইনালে ১১৬ রানের ইনিংস খেলেন। এ দুটি পারফরম্যান্সেই বড় ধাক্কা দিয়েছেন র্যাঙ্কিংয়ে।
ভারতীয়দের মধ্যে শীর্ষ ১০-এ রয়েছেন কেবল মান্ধানা। জেমিমা রদ্রিগেজ (১৫) ও হারমানপ্রীত কৌর (১৬) রয়েছেন পরের অবস্থানে। বাংলাদেশের নিগার সুলতানা (২২), শারমিন সুপ্তা (২৩) ও ফারজানা হক (২৮) আছেন সেরা ৩০ এর ভিতরে। বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। বাংলাদেশের নাহিদা আক্তার আছেন দশে।
অলরাউন্ডারদের শীর্ষ তিন: অ্যাশলি গার্ডনার, হেইলি ম্যাথিউস ও মারিজান ক্যাপ এখানে কোনো পরিবর্তন হয়নি।
আরটিভি/এসকে/এস