ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

গ্র্যান্ড স্ল্যাম নয়, জোকোভিচের লক্ষ্য এখন অলিম্পিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়া নোভাক জোকোভিচ জানালেন, এখন আর তার মূল লক্ষ্য গ্র্যান্ড স্ল্যাম নয়। বরং তিনি খেলছেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সিঙ্গলসে সোনা জেতার জন্য। সে ক্ষেত্রে টানা দু’টি অলিম্পিকে পদক জেতার কীর্তি গড়বেন সার্বিয়ান তারকা।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, এখন আমার কাছে দেশের হয়ে অলিম্পিকে খেলা এবং পদক জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি টেনিস এখনও ভালোবাসি, এখনও র‌্যাকেট হাতে কোর্টে নামতে রোমাঞ্চিত হই। এই ভালোবাসাই আমাকে চালিয়ে নিচ্ছে।

৩৮ বছর বয়সে এসেও সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন তিনি। যদিও ২০২৪ সালের ফরাসি ওপেনে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন, তবে ক্যারিয়ারের ১০০তম এটিপি ট্রফিও জিতে নিয়েছেন। আগামী ৩০ জুন শুরু হচ্ছে উইম্বলডন, তাতে অংশ নিচ্ছেন জোকোভিচ। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তার চোখ এখন ২০২৮ সালের অলিম্পিক সোনায়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, জোকোভিচ অলিম্পিকে আগেও সোনা জিতেছেন। টেনিস ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি সব ধরনের শীর্ষ টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়েছেন। এবার তিনি খুঁজছেন নতুন অনুপ্রেরণা আর সেটি দেশের জন্য আরেকটি সোনা। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |