ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

৪৯ বলে ১০৬! টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৪:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গ্লেন ম্যাক্সওয়েল যেন এমএলসিতে ঝড় তুলে দিলেন! ৪৯ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি, মেরেছেন ১৩টি ছক্কা — টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে ১৩ ছয়ের বিশ্বরেকর্ড এখন তার দখলে।

বিজ্ঞাপন

ওয়াশিংটন ফ্রিডম যখন ১২তম ওভারে ৯২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেন ম্যাক্সওয়েল। তাঁর ঝড়ে দল তোলে ২০৮ রান। জবাবে এলএ নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে।

এই ইনিংসের মাধ্যমে ম্যাক্সওয়েল: টি-টোয়েন্টিতে ১০,৫০০ রানের ক্লাবে পা রাখলেন।অষ্টম শতরান করেন। প্রথম ক্রিকেটার যার ১০,৫০০+ রান, ১৭০+ উইকেট ও একাধিক শতরান রয়েছে টি-টোয়েন্টিতে।

বিজ্ঞাপন

এই ইনিংস বাবার-মায়ের সামনে খেলতে পেরে তিনি আবেগপ্রবণও হয়েছেন। বলেন, ‘‘ওঁরা খুব একটা আমাকে রান করতে দেখেন না, তাই আজকের ইনিংসটা স্পেশাল।’’

ম্যাক্সওয়েল আবার প্রমাণ করলেন, ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী!

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |