চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। জয় পাওয়া ম্যাচেই পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের নামের পাশে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়।
এই জয়ের ফলে চেন্নাইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে প্রথম চারে জায়গা করে নিয়েছে পাঞ্জাব। তবে ম্যাক্সওয়েলকে শাস্তি দেওয়ার কারণে পাঞ্জাবের জয়ের আনন্দ তেতো হয়ে গেছে।
এই দিন ব্যাট করতে নেমে মাত্র দু’বল খেলতে পারেন ম্যাক্সওয়েল। অশ্বিনের বলে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। আউট হয়ে ফেরার সময় ডাগআউটের কাছে গিয়ে চেয়ারে লাথি মারেন ম্যাক্সি। চেয়ারে লাথি মারার কারণে তার এই আচরণ ভাল ভাবে নেয়নি আইপিএলের গভর্নিং কাউন্সিল।তাই তাকে শাস্তি দেওয়া হয়।
এক বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ম্যাক্সওয়েল ২.২ ধারায় লেবেল ১ অপরাধ করেছেন। ম্যাক্সওয়েল তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই শুনানির প্রয়োজন হয়নি।শাস্তি হিসেবে ম্যাক্সওয়েলের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার কোনও অপরাধ করলে আরও বড় শাস্তি পেতে পারেন পাঞ্জাবের হয়ে খেলা এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
চলমান আইপিএলে শৃঙ্খলা নিয়ে বেশ কড়াকড়ি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি মন্থর বোলিংয়ের দিকেও নজর রাখছে বিসিসিআই। মন্থর বোলিং করার কারণে ইতিমধ্যে মুম্বাই অধিনায়ক হার্দিক, ঋষভ পান্থ ও রজত পাটীদারকে জরিমানা করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে লখনউয়ের দিগ্বেশ রাঠী ও গুজরাটের ইশান্ত শর্মা শাস্তি পেয়েছেন।
উল্লেখ্য, এবারের আইপিএলে ম্যাক্সওয়েল ভালো ফর্মে নেই। চার ম্যাচ খেলে মাত্র ৩১ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। মিডল অর্ডারে ব্যাট করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেই জন্য তাকে দলে নেয় পাঞ্জাব।কিন্তু সেই কাজের কাজটাই করতে পারছেন না তিনি। তাতে অবশ্য দলের জয় আটকে থাকছে না। চার ম্যাচ খেলে তিন ম্যাচে জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠে গেছে শ্রেয়স আয়ারের দল পাঞ্জাব কিংস।
আরটিভি/এসকে/এআর