ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আইপিএলে বিজয় উদযাপনে যে ১০ নির্দেশনা মানতে হবে ফ্রাঞ্চাইজিদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৭:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে আইপিএলে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে কারণে বুনো উল্লাসে মেতে ওঠে আরসিবি সমর্থকরা। আর এতেই প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক। আহত হয়েছিলেন প্রায় ৫০ জন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই।

বিজ্ঞাপন

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বেশ কিছু নির্দেশনা জারি করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শাইকিয়া জানিয়েছেন, বেঙ্গালুরুর মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করতে চায় বিসিসিআই। 

এই জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি সেই কমিটির সুপারিশ মেনেই ১০টি নির্দেশনা তৈরি করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এক নজরে দেখে নিন সম্ভাব্য ১০ দফা

  •  বিজয়ী দলকে বিসিসিআইয়ের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুমতি নিতে হবে।
  • বোর্ডের আগাম লিখিত অনুমতি ছাড়া এ রকম কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
  • ট্রফি জেতার ৩-৪ দিনের মধ্যে কোনও দল বিজয় উৎসব পালন করতে পারবে না।
  •  তাড়াহুড়ো করলে এবং যথাযথ পরিকল্পনা না থাকলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
  • চার থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  • অনুষ্ঠান স্থল এবং যাতায়াতের পথে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  • বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত যাত্রাপথ-সহ দলের সব যাত্রাপথে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
  •  বিজয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্যও পর্যাপ্ত নিরাপত্তা রাখতে হবে অনুষ্ঠানের সব অংশে।
  • জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও অনুষ্ঠান করা যাবে না।
  • আইন মেনে এবং নিরাপদে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সব দফতরকে আগে জানাতে হবে পরিকল্পনার কথা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |