ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ত্রুবিনের বীরত্বে বায়ার্নকে হারিয়ে শেষ ষোলোতে বেনফিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৯:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল বেনফিকা। যেখানে জার্মান জায়ান্টদের হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি। একই গ্রুপ থেকে রাউন্ড অব সিক্সটিন আগেই নিশ্চিত করেছিল বায়ার্ন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে বেনফিকা। এদিন ম্যাচ হারলেও আধিপত্য করেই খেলেছিল বায়ার্ন। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় তারা। অন্যদিকে মাত্র ২৭ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে বেশ ধার ছিল বেনফিকার। ৭টি শট নিয়ে ৪টিই গোলমুখে রেখেছিল তারা।

আরও পড়ুন


 
১৩তম মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে আন্দ্রেয়াস শেলডেরাপের গোল। আক্রমণে উঠে ডানপ্রান্ত থেকে বক্সের পেনাল্টি এরিয়ার কাছে পাস দেন ফ্রেডরিক আর্নসনেস। বল দখলে নিয়ে জালে জড়ান শেলডেরাপে। 

এরপর গোল শোধ করতে মরিয়ে হয়ে ওঠে হ্যারি কেইনরা। কিন্তু বেনফিকার গোলবারে চীনের মহাপ্রাচীর হয়ে বাভারিয়ানদের সব আক্রমণ ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। অবশ্য কপালটাও খারাপ ছিল কেইনদের। অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল হয়ে যায়।
 
এতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বেনফিকা। শেষ ষোলোতে পর্তুগিজ ক্লাবের প্রতিপক্ষ এখন নিশ্চিত না হলেও ২৯ জুন রাতে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |