ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোয় নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আর সেই ম্যাচেই মেসিকে বিয়ে প্রস্তাব দেন ৯৮ বছর বয়সী পলিন কানা নামের এক বৃদ্ধা।
মঙ্গলবার (২৪ জুন) ইন্টার মায়ামির ম্যাচে গ্যালারিতে ঐ বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’ যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তা ভাইরাল।
ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মায়ামি তারকার প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাকে প্ল্যাকার্ডটি নামিয়ে নেওয়ার ইঙ্গিত করেন।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ৯৮ বছর বয়সী ওই বৃদ্ধার নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব। খেলাধুলার বড় ইভেন্টে নাতি রস স্মিথের ভিডিওতে দেখা যায় তাকে। রস সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, তার মজার সব টিকটক ভিডিওতেও পলিনকে অংশ নিতে দেখা যায়।
🚨😅💍 Une grand-mère de 98 ans a demandé Lionel Messi en mariage :
— INTER-MESSI FR (@IntermiamiFR_) June 25, 2025
« Messi, veux-tu m'épouser ? »
Messi a accepté 👍✅😁 pic.twitter.com/oagwC8osy3
টিকটকে ২ কোটি ৩০ লাখ অনুসারী রয়েছে রস স্মিথের। সামাজিক যোগাযোগমাধ্যমে পলিনকে অনেকেই ‘গ্রানি স্মিথ’ নামে ডাকেন। এনএফএল এবং ডব্লুডব্লুইর ম্যাচেও দুজনকে ভিডিওতে অংশ নিতে দেখা গেছে।
আরটিভি/এসআর