টেস্টে ফেরার পর ধারাবাহিক ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন এনামুল হক বিজয়। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরুটা আক্রমণাত্মক হলেও এবারও আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন এ ডানহাতি ওপেনার।প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান বিজয়। অসিথা ফার্নান্দোর করা সপ্তম ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৩ রান। শান্ত ১৭ রানে ব্যাট করছেন।
গল টেস্টে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেছিলেন বিজয়। ফলে দুই ম্যাচের সিরিজে চার ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৩ রান। বিজয়ের আউটের পর চা বিরতিতে যায় বাংলাদেশ। তখন দলের সংগ্রহ ছিল ৬.৫ ওভারে ৩১ রান। সাদমান ইসলাম ২২ বলে ১২ রানে অপরাজিত ছিলেন, তাকে সঙ্গ দিতে ক্রিজে নামেন মুমিনুল হক।
বাংলাদেশ এখনো শ্রীলঙ্কার চেয়ে ১৮০ রানে পিছিয়ে। ম্যাচ বাঁচাতে কিংবা প্রতিপক্ষকে লক্ষ্য দিতে হলে বাকি ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আড়াইশ’র আগেই গুটিয়ে গিয়েছিল টাইগাররা। কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৬ রান আসে সাদমানের ব্যাট থেকে। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছিলেন অসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা।
আরটিভি/এসকে/এআর