ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৪:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নকআউট পর্বে উত্তেজনার জন্য প্রস্তুত ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো। প্রথম পর্বে দেখা মিলেছে বেশ কিছু অঘটন। ৩২ দলের প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষে নির্ধারিত হয়েছে শেষ ষোলোর ম্যাচআপ। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের দুই ক্লাব বোতাফোগো এবং পালমেইরাসের ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। পরদিন ২৯ জুন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি মাঠে নামবে পিএসজির বিপক্ষে। এছাড়া শেষ ষোলোর বেশকিছু ম্যাচের দিকে দর্শকদের নজর থাকবে।   

এদিকে, ১ জুলাই দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস মুখোমুখি হবে। গ্রুপপর্বে ব্রাজিলের ক্লাবগুলো দারুণ পারফর্ম করেছে। যার ফলে ৩০ জুন বায়ার্নের বিপক্ষে ফ্লামেঙ্গোর ম্যাচটিও উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। ১ জুলাই ইন্টার মিলানের মুখোমুখি হবে ব্রাজিলিয়ান আরেক ক্লাব ফ্লুমিনেন্স।   

বিজ্ঞাপন

শেষ ষোলোর ম্যাচসমূহ:

তারিখ           ম্যাচ                 সময় (বাংলাদেশ)
২৮ জুন    বোতাফোগো-পালমেইরাস    রাত ১০টা
২৮ জুন    চেলসি-বেনফিকা                রাত ২টা
২৯ জুন    পিএসজি-ইন্টার মায়ামি       রাত ১০টা
২৯ জুন    ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ         রাত ২টা
৩০ জুন    ফ্লুমিনেন্স-ইন্টার মিলান          রাত ১টা
১ জুলাই ম্যানচেস্টার সিটি-আল হিলাল  সকাল ৭টা
১ জুলাই জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ          রাত ১টা
২ জুলাই মন্তেরে-বরুসিয়া ডর্টমুন্ড     সকাল ৭টা

আরও পড়ুন

নকআউট পর্ব শুরু হতে যাচ্ছে দারুণ উত্তেজনা আর সম্ভাব্য অঘটনের ইঙ্গিত নিয়ে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |