ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শনিবার রংপুর যাবেন বিসিবি সভাপতি, যেসব দাবি জানালেন সোহরাওয়ার্দী শুভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১০:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিকে ঘিরে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজনের অংশ হিসেবে শনিবার (২৮ জুন) রংপুর সফরে যাবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অন্যান্য বোর্ড কর্মকর্তারা। 

বিজ্ঞাপন

এই সফরকে কেন্দ্র করে রংপুর অঞ্চলের ক্রিকেট উন্নয়ন নিয়ে নিজের মতামত দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ। যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সাবেক এই জাতীয় ক্রিকেটার বলেন, শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেটের আতুরঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোন প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার।

রংপুর বিভাগ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। তাদের কথা স্বরণ করে শুভ বলেন, দেশের অনেক নামকরা খেলোয়াড় উপহার দিয়েছে রংপুর। নাইম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, ধীমান ঘোষ, লিটন কুমার দাস, রিশাদ হোসাইন, আকবর হোসেন। এখনও অনেক খেলোয়াড় পাইপ লাইনে আছে যারা আগামীতে দেশকে রিপ্রেজেন্ট করবে।

বিজ্ঞাপন

শুভ আরও বলেন, বুলবুল ভাই, আকরাম ভাই, নান্নু ভাই এক সময় রংপুর ক্রিকেটে গার্ডেন ভেন্যুতে ফার্স্টক্লাস ক্রিকেট খেলেছিলেন।  সেই সময় ক্রিকেট গার্ডেন ছিল দেশের সেরা ভেন্যু। অথচ দুই দশক আগের এক নম্বর ভেন্যু এখন একদমই খেলার অনুপযোগী। গত ১৫ বছর ক্রিকেট গার্ডেনের সংস্কার হয়নি। বিগত দিনের বোর্ড প্রেসিডেন্টরা রংপুরে আন্তর্জাতিক মানের মাঠ তৈরীর জন্য প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেননি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অবহেলিত রংপুরকে এক নম্বর জেলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ১০ মাসে সেই প্রতিশ্রুতির ছিটে ফোটাও দেখা যায়নি।

আরও পড়ুন

সবশেষ শুভ বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে ক্রিকেট গার্ডেন থাকা বস্তি উচ্ছেদ হয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম সেখানে প্রতিদিন ক্রিকেট খেলোয়াড়রা অনুশীলন করবে। কিন্তু কিছু মেলা ব্যবসায়ী জেলা প্রশাসনকে ম্যানেজ করে ছয় মাস পরপর সেখানে মেলা আয়োজন করে। মেলা থেকে আসা টাকা মাঠ ও ক্রিকেটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও সেই টাকার কোন হদিস নেই। এ ছাড়া রংপুরে নিয়মিত লিগ হওয়ার কথা ছিল, সেখানে মানুষ ঠাট্টা করে বলে রংপুরে ওয়ার্ল্ডকাপ হয় ৫ বছর পরপর।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |