ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রংপুরবাসীকে যে প্রতিশ্রুতি দিলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৩:২৮ পিএম


loading/img
ছবি: বিসিবি

টেস্ট স্ট্যাটাস পাওয়ার রজত জয়ন্তী উপলক্ষ্যে সারাদেশে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে বিসিবি। তারই ধারাবাহিকতায় আজ রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। যেখানে অংশ নিয়ে রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনের চেষ্টা করা হবে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুন) সকাল ১০টায় রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজনে অংশ নেন তিনি।

এ সময় ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করেন বোর্ড সভাপতি। তার ভাষ্য, ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তাই রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বিষয়টি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করার কথাও জানান। 

আরও পড়ুন

তিনি বলেন, ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি হচ্ছে, তা শুধু রাজধানী নয় পৌঁছে দিতে হবে প্রতিটি অঞ্চলে। রংপুর সবসময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত। এবার সমতার ভিত্তিতে কাজ করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়াও রংপুরের ক্রীড়াবিদ, সংগঠক ও খেলোয়াড়রা বিসিবি সভাপতির সফর ও ঘোষণাকে স্বাগত জানিয়ে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |