শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটার। শুক্রবার (২৭ জুন) ৮ জন রওনা দেওয়ার পর শনিবার (২৮ জুন) তাদের সঙ্গে যোগ দেন পেসার তাসকিন আহমেদ ও ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ।
দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। এ সময় তিনি জানান, একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারিনি।
তাসকিন আরও বলেন, হ্যাঁ, এখন ভালো লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পেছনে আমার ভূমিকা থাকে।
তিনি আরও বলেন, সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ হলেও আমাদের লক্ষ্য সিরিজ জয়। আমরা আত্মবিশ্বাসী এবং ভালো কিছু করতে চাই। দল হিসেবে একসঙ্গে খেলতে পারলে ফল ভালো আসবে। ব্যক্তিগতভাবে চেষ্টা থাকবে দলের জন্য যতটা সম্ভব অবদান রাখার।
ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, যে কোনো প্লেয়ারের জন্যই এটাই অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরির কারণে। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করব।
সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে তাসকিন জনান, ওডিআই আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জিততে চাই, মানে হারজিত তো থাকবেই, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেরাটা দিব, আমার বিশ্বাস আছে।
টেস্ট সিরিজ শেষে কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আগামী ২, ৫ এবং ৮ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো। সিরিজের প্রথম দুই ওয়ানডে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। পরের ম্যাচটি হবে পাল্লেকেলেতে। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আরটিভি/এসকে/এআর